২০শে সেপ্টেম্বর ২০২৪ইং
প্রেস বিজ্ঞপ্তি
আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন।
বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা বন্ধ করা ও বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন করার দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ" এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা ও নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির বাংলাদেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে গণমানুষকে ঐক্যবদ্ধ করা।
“ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ” এর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরাকান আর্মির সন্ত্রাসী কার্যক্রম এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো অবর্ণনীয় নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, আরাকান আর্মির ধারাবাহিক এই অত্যাচারের কারণেই হাজার হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যার ফলে শরণার্থী সংকট আরও জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার জন্যও বক্তারা আহ্বান জানান। যাতে করে এই সংকটের স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং রোহিঙ্গা নির্যাতন ও শরণার্থী সংকটের বিষয়ে তাদের অবস্থান ও ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাক্ষাৎকারে "ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ" নেতৃবৃন্দ নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও আরাকান আর্মির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয়। এছাড়াও শরণার্থী সংকট মোকাবিলায় দেশব্যাপী গণমানুষকে সংগঠিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ইস্যুতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে এই সংকটের সমাধানে সক্রিয় ভূমিকা পালন করা যায়।
আজকের মানববন্ধন গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছে।
মোঃ দ্বায়িফ সালেমুন
সভাপতি,
ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ।